Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনএসআই পরিচয়ে তুর্কি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৬

গ্রেফতার রুবেল হোসেন।

ঢাকা: রাজধানীর গুলশানে তুর্কি নাগরিক সেরকান আকমানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ শনিবার) দুপুরে গুলশান থানা পুলিশ রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই ব্যক্তির নাম রুবেল হোসেন।

সেরকান আকমান তুর্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত। তিনি গুলশান-২’র ৫৫ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করেন। গত ৩১ আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে তার মোবাইল ফোনে এনএসআই কর্মকর্তার পরিচয়ে কল আসে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেকে ‘এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন’ পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলেন। এ সময় সেরকানের জন্মতারিখ ও পাসপোর্টের তথ্য মিলিয়ে নিয়ে তাকে জানানো হয়, ভেরিফিকেশন সম্পন্ন করতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে প্রক্রিয়া আটকে দিয়ে এক লাখ টাকা দাবি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সেরকান আকমান বাংলাদেশে অবস্থানরত তুর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের মাধ্যমে গুলশান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা (নম্বর-৪৩) হয়।

গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহফুজুল হক ও তার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারককে শনাক্ত করে।

এরপর ২০ সেপ্টেম্বর দুপুরে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেফতার করে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে। রুবেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিমকার্ড এবং বিভিন্ন পাসপোর্টের তথ্যসংবলিত তিনটি কাগজ উদ্ধার করা হয়।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতারক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিদেশি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। আমরা তাকে আটকের পর আলামত জব্দ করেছি। এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে।’

সারাবাংলা/ইউজে/এইচআই

এনএসআই গ্রেফতার তুর্কি নাগরিক

বিজ্ঞাপন

সুপার ফোরে বাংলাদেশের লঙ্কা বধ
২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর