Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ।

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। আজ রোববার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দীন আহমেদ। ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

সালাউদ্দীন আহমেদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এই আইনজীবী। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করার পর ১৯৮০ সালে আইন পেশায় যুক্ত হন তিনি।

১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ছিলেন তিনি। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। পরবর্তীতে ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

মৃত্যু সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ

বিজ্ঞাপন

ফোন রিস্টার্ট দেওয়া কেন জরুরি
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

আরো

সম্পর্কিত খবর