Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। গত জুলাই মাসের ঘোষণা অনুযায়ী, অবশেষে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা জানাল স্টারমারের প্রশাসন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে, তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে তেল আবিব। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার এবং বেশকিছু রক্ষণশীল ব্যক্তি।

বিজ্ঞাপন

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’র শামিল।

যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

পর্দায় ফিরছেন পপসম্রাট!
১১ নভেম্বর ২০২৫ ১৬:০০

আরো

সম্পর্কিত খবর