Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশবনে ঘুরতে নিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭

রাজধানীর তুরাগ এলাকায় পরিবারিক কলহের জেরে কাশবনে ঘুরতে নিয়ে স্ত্রী বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা জোনের ডিসি মো. মুহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বিথী আক্তার নিখোঁজ হন। ভিকটিমের মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তুরাগ থানাধীন রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা নারীর মরদেহ পাওয়া যায়। ভিকটিমের মা মনোয়ারা বেগম তুরাগ থানায় গিয়ে মরদেহের ছবি দেখে তার মেয়ে বিথী আক্তারকে সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের মা মনোয়ারা বেগমের অভিযোগের ভিত্তিতে তুরাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।

বিজ্ঞাপন

মুহিদুল ইসলাম, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমের স্বামী বাবুল মিয়াকে (৪৭) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৫টায় মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে (২০) গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পরিবারিক কলহের জেরে ধরে হত্যাকাণ্ড ঘটিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ