ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ১৩ জনকে বহিষ্কার এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা গতকাল শনিবার ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ১ জন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে ২ জনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়। এছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়।
বোসরা ইসলাম বলেন, এর মধ্যে প্রবেশপত্রে অন্যের ছবি ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে অংশগ্রহণের দায়ে একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এছাড়াও, একজন প্রার্থীর নিকট থেকে নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। উপর্যুক্ত ঘটনাসমূহে মোট ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রানী বিশ্বাস, সাথী, মো. মেহেদী হাসান, জি. এম. শরিফুল ইসলাম, মো. রাজু আহমেদ এবং আল-আমিনকে বহিষ্কার করা হয়। এছাড়া, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. সোহাগ হোসাইন ও শাকিল খানকে বহিষ্কার করা হয়। পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মো. সাইফুল ইসলামকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। মো. সিদ্দীক আলী-এর পরিবর্তে মুরাদ হোসেন হাবীব, মো. রায়হান হোসাইন-এর পরিবর্তে রুবেল রানা এবং সুমন আলী-এর এডমিট কার্ড নকল করে পরীক্ষা দিতে আসা রানা মিয়াকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। আর মূল প্রার্থী সুমন আলী পূর্বোক্ত ব্যক্তি রানা মিয়ার সাথে যোগসাজশে পরীক্ষা দিতে আসায় তার পরীক্ষাও বাতিল করা হয় এবং তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।
বিমানের এই কর্মকতা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পূর্বেও এ ধরনের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে থানায় মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।