Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুর ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুর ভয়াল থাবায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৪৪ জন এবং নারী ২৯৬ জন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭, ঢাকা উত্তর সিটিতে ১২২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৪১ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের।

এর আগে, গতকাল শনিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস

ঘণ্টা ডেঙ্গু থাবা ভয়াল মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর