Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার প্রতিবাদ করায় জবিতে ছাত্রলীগের হামলা


৮ জুলাই ২০১৮ ১৬:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে দুই সাংবাদিকসহ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রবিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- দৈনিক সমকালের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি লতিফুল ইসলাম (২২), দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আসলাম অর্ক (২২), ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রুহুল আমিন (২৫), খাইরুল ইসলাম (২১), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার (২৭), সাধারণ সম্পাদক রাব্বী (২৫), সুমিত ভৌমিক (২৪) ও অনিমেষ রায় (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ছাত্র ফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার বলেন, ‘আমরা জবি ক্যাম্পাসে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও মিছিলের জন্য জড়ো হই। মিছিল করে ভিসি বরাবর স্মারকলিপি দেওয়ার কথা হয়। এমন সময় ছাত্রলীগের রিয়াজ মাহমুদসহ অনেকে আমাদের ওপর হামলা করে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, ৮ জন শিক্ষার্থী আহত অবস্থায় এসেছেন। তারা সবাই কিল-ঘুষিতে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হবে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর