Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বৈঠক করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম ও ডা. রশিদ আহমেদ হোসেনীসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

রাজনৈতিক অস্থিরতা ও চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর