Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার নাগরপুরে চলন্ত বাসের চাপায় নুরু বেপারী (৭০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতব্বর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোববার বিকেলে মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দ্যেশে রওনা দেয় নুরু বেপারি। সে পুষ্টকামরী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ফিটনেসবিহীন দ্রুতগ্রামী এসবি লিংক নামের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় বাস চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

চাপা টাঙ্গাইল বাস ব্যবসায়ী মৃত্যু

বিজ্ঞাপন

তামাক চাষ বাড়লে ‘বিলুপ্ত হবে ইলিশ’
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর