Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০

কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন খ্যাতিমান কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা অফিস আদেশ অনুযায়ী, তাকে আগামী একবছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের এক অফিস আদেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

কবি ও সাহিত্যিক হিসেবে সুপরিচিত রেজাউদ্দিন স্টালিন দীর্ঘদিন ধরে সংস্কৃতি অঙ্গনে সক্রিয় রয়েছেন। তার যোগদানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর