Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসের নিবন্ধন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮

ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ আয়োজন করছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।

রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী উদ্ভাবক, শিক্ষার্থী, স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান এবং সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। বিজয়ীরা শুধু জাতীয় স্বীকৃতিই পাবেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করারও সুযোগ পাবেন। সম্ভাবনাময় প্রকল্পগুলো ইনভেস্টর ও ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকেও সহযোগিতা ও বিনিয়োগ পাওয়ার সুযোগ পেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রযুক্তিগত উৎকর্ষতা প্রদর্শন করা, তথ্যপ্রযুক্তি খাতে নতুন মানদণ্ড স্থাপন ও ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেওয়া, পাশাপাশি সম্ভাবনাময় প্রকল্পের জন্য বিনিয়োগকারী বা ভেঞ্চার ক্যাপিটাল সহযোগিতার সুযোগ সৃষ্টি করা।

এছাড়া, স্টার্টআপ ক্যাটাগরিতে তিন বছরের মধ্যে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোম্পানিগুলো তাদের উদ্ভাবনী ধারণা বা প্রযুক্তি পণ্য নিয়ে অংশ নিতে পারবে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার এক অসাধারণ সুযোগ। তাই দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষার্থী এবং উদ্ভাবকদের এখনই আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। (https://awards.biin.org.bd/) ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

আইসিটি নিবন্ধন বাংলাদেশ আইসিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর