Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক দলের জরুরি যৌথ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

ঢাকা: জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন।

সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য, বেসিক ইউনিয়নের কর্মকর্তা, জাতীয় পর্যায়ের সিবিএ প্রতিনিধি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের সামগ্রিক শ্রমিক আন্দোলনের পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে, সংগঠনের ঐক্য অটুট রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

সভায় বলা হয়, শ্রমিক সংগঠনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অশুভ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও আবদুল গফুর, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য সচিব বদরুল আলম সবুজ ও তিতাস গ্যাস ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনার ধারাবাহিকতায় আগামীকাল সোমবার বিকেল ৫টায় পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এফএন/এসআর

জরুরি সভা যৌথ সভা শ্রমিক দল

বিজ্ঞাপন

শ্রমিক দলের জরুরি যৌথ সভা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

আরো

সম্পর্কিত খবর