ফ্রান্স: ফ্রান্সে আন্তর্জাতিক সংগঠন Solidarités Asie France (SAF)-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানী প্যারিসের ১৮ নম্বর এরিয়ায় এ কার্যক্রমে সংগঠনের সদস্যরা একযোগে অংশ নেন। এ সময় তারা এলাকার রাস্তাঘাট, উন্মুক্ত স্থান ও জনসমাগম এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এতে স্থানীয় বাসিন্দারাও উৎসাহিত হয়ে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজ ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখা শুধু নাগরিক দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্বও। পরিচ্ছন্ন পরিবেশ সুস্থতা, সৌন্দর্য এবং প্রকৃতির বহুমুখী উপহার নিশ্চিত করে।
সাফের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমে অংশগ্রহণকারী প্রত্যেককে ধন্যবাদ জানানো হচ্ছে। বিশেষ করে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এ উদ্যোগকে সফল করেছেন, তারা প্রশংসার যোগ্য।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাফ ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে সংগঠনটি।