Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বিমানবন্দরে রাজনৈতিক নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:১০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাজনৈতিক নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাজনৈতিক দলের নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করবেন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। রাতেই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাদের উপস্থিত থাকতে দেখা গেছে।

প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জামায়াতে ইসলামী থেকে রয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

নতুনভাবে যুক্ত হয়েছেন আরও দুজন নেতা—জামায়াতের ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এর মধ্যে ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলে বিএনপির দুজন নেতা অন্তর্ভুক্ত থাকায় সমতা রক্ষার জন্য তাদের পক্ষ থেকেও দুজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়। তবে স্বল্প সময়ে ভিসা জটিলতার কারণে কেবল যাদের আগে থেকেই মার্কিন ভিসা ছিল, তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস

অধিবেশন জাতিসংঘ নেতারা বিমানবন্দর যোগ রাজনৈতিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর