মেসি-রোনালদো নেই; ব্যালন ডি অরের লড়াইটা তাই হচ্ছে অন্যদের মধ্যেই। এবারের ব্যালন ডি অর কার হাতে উঠবে, সে নিয়েই চলছে জল্পনা কল্পনা। এবারের ট্রফির মূল দুই দাবিদার মানা হচ্ছে পিএসজির উসমান ডেম্বেলে ও বার্সেলোনার লামিন ইয়ামালকে। আজ রাতেই জানা যাবে, কার হাতে উঠছে এবারের ব্যালন ডি অর।
পিএসজির জন্য ২০২৪-২৫ ছিল ইতিহাস গড়ার মৌসুম। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ—সবকয়টি শিরোপা জিতে পিএসজি পূর্ণ করেছিল স্বপ্নে ট্রেবল। সব মিলিয়ে এই মৌসুমে ডেম্বেলে করেছিলেন ৩৫ গোল, সহায়তা করেছেন ১৬ গোলে।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৮ ম্যাচে ডেম্বেলে করেছিলেন মাত্র ৫ গোল। কিন্তু নতুন বছর শুরু হতেই বদলে যায় সবকিছু। ১ জানুয়ারি থেকে মৌসুমের শেষ পর্যন্ত ২৯ ম্যাচে তিনি করেন ২৫ গোল, ছিল ৮ অ্যাসিস্টও।
পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে ডেম্বেলের অবদানই সবচেয়ে বেশি। তিনি নিজে করেছে ৮ গোল, করিয়েছেন ৬টি। ফরাসি কোনো ক্লাবের হয়ে এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যা সর্বোচ্চ। লিগ ওয়ানেও ডেম্বেলে ছিলেন সেরা। ২১ গোলর সঙ্গে ছিল ৮ অ্যাসিস্ট।
অন্যদিকে বার্সেলোনার ডাবল ও ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম নায়ক ইয়ামাল। সব টুর্নামেন্ট মিলিতে ৫১ ম্যাচে ইয়ামাল করেছিলেন ১৮ গোল, অ্যাসিস্ট ছিল ৩টি। গোল ও অ্যাসিস্ট বাদ দিয়েও মাঠে তার উপস্থিতি ও প্রভাব ছিল চোখে পড়ার মতো।
আজ প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি অরের ৬৯তম আসর।