ঢাকা: দিনভর বৃষ্টিতে তলিয়ে আছে রাজধানী ঢাকা। তবে প্রকৃতির এ স্নিগ্ধতায়ও মেলেনি স্বস্তি। বাতাসের মান এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের দুপুর ১২টার হালনাগাদ তথ্যানুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১০২। এ অবস্থায় ঢাকাকে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রাখা হয়েছে। একিউআই স্কোর অনুযায়ী, এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৬৪। দ্বিতীয় স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৭), তৃতীয় স্থানে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ (১৩০), চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১২৭) এবং পঞ্চম স্থানে বাহরাইনের রাজধানী মানামা (১২৪)।
ষষ্ঠ স্থানে রয়েছে কুয়েত সিটি (১২২), সপ্তম স্থানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা (১১৫)। এরপরই রয়েছে ঢাকা।
বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এ অবস্থায় বাইরে শারীরিক কার্যক্রম কমানোর পরামর্শ দেওয়া হয়।