সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন— নাছির মিয়া (৪০), সাবু মিয়া (৪৫), সেন্টু (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া (২৮), ছামিয়া বেগম (২০), হোছনা বেগম (৩৫), কাশেম (৩৫), আলী আকবর (৫০), মিজান (১৯), করমুছ মিয়া, সরলা বেগম (৪৫), শাহবাজ (৫৫), এরশাদ (৪০), রুবেল (১২) ও আশিক মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গোলাপ মিয়ার মেয়ে জামাইয়ের সঙ্গে আকবর মিয়ার ছোট ভাইয়ের কথা-কাটাকাটি থেকে বিরোধের সূচনা হয়। একপর্যায়ে তা তর্কাতর্কি পেরিয়ে সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’