Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। কোনো কারণ ছাড়াই টানা পতনের কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। এদিন টাকার অংকে গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

গতদিনের পতনের ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টম্বর) দ্বিতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৪ পয়েন্টের বেশি। সেইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক শেয়ারের দরপতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইতে লেনদেন হয় ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এর আগে গত ৩ জুলাই ডিএসইতে সর্বনিম্ন ৫০৬ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৪ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৭০ পয়েন্ট কমে ১১৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২০৭১ পয়েন্টে অবস্থান করেছে।

অপরদিকে এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, বিপরীতে ৩০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত।

সারাবাংলা/একে/পিটিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দরপতন শেয়ার বাজার

বিজ্ঞাপন

এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর