ঢাকা: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্য ও এক দোকান কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টঙ্গী সাহারা সুপার মার্কেটের পাশে সেমিপাকা একটি টিনশেডে কেমিক্যালে গোডাউনের অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় বিকেল সাড়ে ৩টার দিকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট আগুন নির্বাপনের কাজে যায়। আগুন নেভানোর কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ আরও একজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন ফায়ার- সার্ভিস সদস্য শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও হার্ডওয়্যার দোকান কর্মচারী আলআমিন হোসেন(২৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফায়ারের চার সদস্যকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া, একজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম আলআমিন হোসেন (২২)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান সেখানকার চিকিৎসকরা।
আল আমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, তারা একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী। তদের গোডাউনের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। তখন আলআমিন হার্ডওয়্যার গোডাউনের মালামাল সরাচ্ছিল। এ সময় পাশের গোডাউনে বিস্ফোরণ হয়। এতে আলআমিন দগ্ধ হন।