ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “আমাদের পরিষ্কার কথা—ফ্যাসিবাদের কোনো অংশ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিপন অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তালবাহানা করছে এবং সময় ক্ষেপণের মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি বাড়াবাড়ি করে, তাহলে জনগণ তাদের ঘরকে টয়লেট বানিয়ে দেবে।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচনে দেখতে চায় না।’ এ সময় তিনি পিআর (Proportional Representation) ব্যবস্থার সমালোচনা করে দাবি করেন, বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী ব্যবস্থায় এর কোনো স্থান নেই।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে এখনও ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে এবং ৫০ বছর পিছিয়ে দিয়েছে।’
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, অতীতে জাতীয় পার্টিকে নিয়ে গঠিত সরকার দেশজুড়ে অন্যায়-অত্যাচার চালিয়েছে। তাই আসন্ন দিনে কৃষক-শ্রমিক-জনতার ঐক্যে দেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নুর আফরোজ জ্যোতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।