পাবনা : পাবনার বেড়া পৌর এলাকায় নদীঘাটের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাবে নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকা। আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘাটের নিয়ন্ত্রণ করতেন। গত ৫ আগস্টের পর থেকে তারা স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে মিলে ঘাটের দখল ধরে রেখেছিলেন।
অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ এই ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। এমন পরিস্থিতিতে সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানিয়েছেন, নদীঘাট দখল নিয়ে পাবনায় যে সংঘর্ষ হয়েছে, তাতে আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের নেতাকর্মীরা জড়িত। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।