Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানাল আবুধাবির বাংলাদেশ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:২২

সংযুক্ত আরব আমিরাত। ফাইল ছবি

ঢাকা: সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি নিয়ে ব্যাখ্যা দিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) আবুধাবির বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে uaevisaonline.com নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেল-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

দূতাবাস সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি।

বিজ্ঞাপন

ইউএইভিসাঅনলাইন ডটকম ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে, এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের।

কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের। দূতাবাস নিশ্চিত করেছে যে, ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং/বাসা নম্বরের ফোনের অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এমন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট সকলকে তথ্য/সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর