Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

নিহত মুন্সীগঞ্জের জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগমামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সীগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেঁনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।

গাজীপুর মহানগরীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। প্রায় ১৫ থেকে ২০ দিন আগে তিনি তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ওই ফ্ল্যাটে ওঠেন। ব্যবসায়িক লোকসান, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এসব কারণে পারিবারিক অশান্তিও চলছিল। এর আগেও তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ৩টার মধ্যে কোনো একসময় ফ্ল্যাটে একা থাকা অবস্থায় আক্কাস আলী সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সারাবাংলা/এসআর

মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর