Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক হেনস্তা
রসিকের সিইওসহ ১৪ জনের নামে মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫২

রংপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় গ্রেফতার রতন মিয়া। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংবাদের বিভাগীয় প্রতিনিধি ও বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে ‘মব’ সৃষ্টি করে তুলে নিয়ে হেনস্তার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রধান কর্মকর্তাসহ ১৪ জনের নামে মামলা হয়েছে। এরই মধ্যে মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রতন মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মামলায় বেআইনি জনতাবদ্ধতা, অবৈধ অবরোধ করে হত্যার উদ্দেশ্যে আঘাত, অপহরণ এবং ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে এক আসামি গ্রেফতার হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

এর আগে হামলার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাসহ ১৪ জনের নাম উল্লেখ করে রাতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল। মামলায় সিটি করপোরেশনের নয় কর্মকর্তা-কর্মচারী এবং এক সাবেক কাউন্সিলরকে আসামি করা হয়। এছাড়া ২০-২৫ জন অজ্ঞাতনামা উল্লেখ করা হয়।

ভুক্তভোগী লিয়াকত আলী বাদল অভিযোগ করেন, ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এই আক্রমণ হয়। রোববার বেলা সাড়ে ১১টায় কাচারিবাজার মোড়ে থাকাকালীন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়কারী এনায়েত আলী রকি ফোন করে অবস্থান জেনে দলবল নিয়ে পৌঁছান। তার নেতৃত্বে ১৫-২০ জনের মব তৈরি করে তাকে তুলে নিয়ে মারধর শুরু করে। মুঠোফোন কেড়ে নিয়ে সিটি করপোরেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চাকু বুকে ধরে বলা হয়, ‘মিথ্যা খবর করেছিস, সিও-এর কাছে মাফ চাইতে হবে।’

সাংবাদিক বাদল বলেন, ‘এনায়েতের নেতৃত্বে মব তাকে সিইও উম্মে ফাতেমার কক্ষে টেনে নিয়ে যায় এবং ভুল স্বীকার করে সংবাদ প্রত্যাহার করতে বাধ্য করার চেষ্টা করে।’ তবে এনায়েত রকি অস্বীকার করে বলেন, ‘তাকে আপসে নিয়ে যাওয়া হয়েছে, কোনো অসম্মান হয়নি। জুলাই রাজবন্দিদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে লেখায় বিকৃতি দেখানো হয়েছে।’ সিইও উম্মে ফাতেমা বলেন, ‘প্রতিবেদনের কারণে মাফ চাওয়ানোর প্রশ্নই ওঠে না, এটা ভিত্তিহীন।’

এর আগে, হামলার ঘটনা জানাজানি হলে সাংবাদিকরা সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন। এর পর সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ হয়। রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউ) সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য দেন লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে লিয়াকতকে হেনস্তা করা হয়েছে। জড়িতদের ২৪ ঘণ্টায় গ্রেফতার এবং সিইও’কে অপসারণ করতে হবে। মঙ্গলবার রাত ১২টার মধ্যে দাবি না মানলে বুধবার মহানগর পুলিশ কমিশনার অফিস ঘেরাও করা হবে। এছাড়া, করপোরেশনের সকল দুর্নীতির সংবাদ প্রচারের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে রংপুর রিপোর্টার্স ক্লাব এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও ঘটনার নিন্দা জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এবং আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে সংহতি প্রকাশ করেছে।

সারাবাংলা/পিটিএম

মামলা রসিক সাংবাদিক হেনস্তা সিইও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর