Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে হামলার মামলায় বেরোবি কর্মচারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮

গণঅভ্যুত্থানে হামলার মামলায় শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুর: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় শফিকুল ইসলাম এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘শফিকুল আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার শফিকুলকে আদালতে হাজির করা হবে।’

সারাবাংলা/পিটিএম

কর্মচারী গ্রেফতার বেরোবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর