Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া হাসনাতের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

এসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

ঢাকা: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার নিন্দা জানান।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, “হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?”

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো ও যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, জনগণের উচিত তাদেরও প্রত্যাখ্যান করা। নচেৎ ভবিষ্যতে এই আক্রমণের শিকার তাদেরও হতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

এর পাশাপাশি, তিনি নিজের একটি পুরোনো স্ট্যাটাসও শেয়ার করেন। সেখানে আখতার হোসেনকে ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা উল্লেখ করে তিনি লিখেন, “আমার ভাই আখতার হোসেনের মুক্তি চাই। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো করে আদালতে আনা হয়েছিল আখতার ভাইকে। এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করে।”

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এনসিপি নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আখতার হোসেন এনসিপি হামলা হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর