Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দুপক্ষ বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকার বিষয়ে বিভিন্ন অপতথ্য বিস্তাররোধসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধান উপদেষ্টা কক্সবাজারের শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেন। প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা জোরদার করেছেন। সংস্থাটির এক দশক ধরে কোনও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তিনি আসিয়ানে যোগ দিতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীকরণ দেশের উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে।

এ ছাড়া তিনি ভূমিহীন নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের সাত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারি।

বৈঠকে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সারাবাংলা/জিএস/ইআ

জাতীয় নির্বাচন নিউইয়র্ক নির্বাচনের প্রস্তুতি প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর