Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, ডিমে কিছু আসে যায় না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮

ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন ও তাসনিম জারা।

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছেন। এই ঘটনার পর আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব, কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না।”

সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগেও দেশের নানা জায়গায় হামলা চালিয়েছে। তারা যে ধরনের আক্রমণ করে থাকে, তার ভয় আমরা পাই না। বাংলাদেশের মানুষও অতীতে সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেছে এবং সামনের দিনগুলোতেও ঐক্যবদ্ধ থাকবে।”

বিজ্ঞাপন

এর আগে, হোটেলে পৌঁছে আখতার হোসেন এবং এনসিপির আমেরিকায় বসবাসরত নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। তারা আরও স্লোগান দেন, “ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিবাদ নো মোর, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, বিচার চাই, গণহত্যার বিচার চাই।”

প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির নেতা ও এনসিপি নেতাদের ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

বিমানবন্দর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, আর এনসিপির ডা. তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদে আখতার হোসেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ছাড়েন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আখতার হোসেন এনসিপি এনসিপি নেতাদের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর