Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসভায় আদিবা হোসেন
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৬

জনসভায় সৈয়দা আদিবা হোসেন।

সিলেট: আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী  সৈয়দা আদিবা হোসেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত জনসভায় সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন এসব কথা বলেন।

এ সময় সৈয়দা আদিবা হোসেন বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং দলের ভেতর কোনো বিভক্তি রাখা যাবে না। জনগণ আমাদের সঙ্গে আছে, দল এক থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণের সমর্থনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে ও নতুনভাবে দেশ গড়ার কাজ করবে।

বিজ্ঞাপন

নতুন প্রজন্ম চায় দুর্নীতি বন্ধ হউক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠুক। জাতি চায় সত্যিকারের সংস্কার। সত্যিকারের সংস্কার জনগণের মাধ্যমে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের বৃহত্তম দল হিসেবে বিএনপির দায়িত্বও সবচেয়ে বেশি। মানুষের প্রত্যাশা আমাদের কাছে সবচেয়ে বেশি। দলের সুনাম ধরে রাখতে হবে। যারা বিভিন্নভাবে আমাদের দলকে দুর্নামের মধ্যে ফেলে, যারা সুনামকে নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি বরাবর ঐক্যবদ্দ ছিল বলেই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সব ‘সৈরাচারের’ আতংক ছিল বিএনপি। হাসিনা পালিয়ে গেলেও বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।

সৈয়দা আদিবা হোসেন বলেন, আমার প্রয়াত বাবা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সারা জীবন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর কল্যাণে রাজনীতি করে গেছেন। তিনি দুইবার এমপি ছিলেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর জন্য অনেক উন্নয়ন করেছেন। যদি আমি এমপি হতে পারি তাহলে অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে।

আলীনগর ইউনিয়ন বিএনপির উদ্যেগে টিকরপাড়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি আব্দুল কাদের সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমুড়া ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমদ, সাবেক বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল বারী আলীনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি চৌধুরী মাসুদ রানা সোহেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শুক্কুর আহমদ ও আলী নগরের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মামুনূর রশিদ প্রমূখ।

সারাবাংলা/জিএস/ইআ

সিলেট ৬ আসন সৈয়দা আদিবা হোসেন

বিজ্ঞাপন

অপো এ৬ প্রো নিয়ে আসছে ‘রোজউড রেড’
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

আরো

সম্পর্কিত খবর