Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭ জন বার্ন ইউনিটে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট। ছবি:: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আমতলীর গুলশান সার্ভিস সেন্টারে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গুলশান ক্লিন এন্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)।

অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলী ওই পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কার করার জন্য তাদেরকে সেখানে নেওয়া হয়েছিল। খালি ট্যাংকের ভেতরে নেমে পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করছিলেন তারা। এক পর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই সাতজন দগ্ধ হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাতজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা পরে বিস্তারিত জানানো যাবে।

সারাবাংলা/এসএসআর/ইআ

পেট্রোল পাম্পে আগুন শেখ হাসিনা জাতীয় বার্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর