Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫

ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বেনাপোল: বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।

আটকরা হলেন- মাগুরা জেলার মাগুরা থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং একই জেলার শিবরামপুর পাড়া এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।

বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান করে। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশি করে ভারতীয় শাড়ি, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক মূল্য দুই কোটি ৫৫ লাখ ৯৩০ টাকা।

বিজ্ঞাপন

বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাকচালক স্বীকার করেন ২০ হাজার টাকা বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌছে দেওয়ার জন্য চুক্তি বদ্ধ হন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

বেনাপোল ভারতীয় পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর