Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় গুজব মোকাবিলায় সতর্ক র‌্যাব: মহাপরিচালক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান

রংপুর: দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর তালতলা রোডের কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান সাংবাদিকদেরে এ কথা বলেন।

তিনি বলেন, ‘র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘পূজা নিয়ে কোনো তথ্য পেলে যাচাই না করে শেয়ার করবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে আমরা দ্রুত তথ্য যাচাই করব। সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর উদ্দেশ্যমূলক গুজব ছড়ালে আইনি পদক্ষেপ নেওয়া হবে।‘

বিজ্ঞাপন

তিনি সকলের সতর্কতায় শান্তিপূর্ণ উৎসবের আশাবাদ ব্যক্ত করেন।

শহিদুর রহমান বলেন, ‘কিছু অসুস্থ মানসিকতার মানুষ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করে। তবে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব।’

তিনি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ এবং পাহারার ব্যবস্থার ওপর জোর দেন। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গাপূজা উদযাপন করে। এই সম্প্রীতি বজায় রাখতে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দেশে ৮-১০টি বিচ্ছিন্ন ঘটনায় ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পূজামণ্ডপের নিরাপত্তা পরিকল্পনার কথা উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। পূজা উদযাপন কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।‘

এ সময় র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর