সুনামগঞ্জ: জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্র তুষার মিয়া আত্মহত্যা করেছেন।
সতেরো বছর বয়সী ওই শিক্ষার্থী পাইকুরাটি ইউনিয়নেরই বাগবাড়ি গ্রামের রোকন মিয়ার কনিষ্ঠ পুত্র। সে গাছতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাছতলা উচ্চ বিদ্যালয়ের দফতরি বসন্ত তালুকদার শ্রেণি কক্ষের ভেতরে তুষারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে শিক্ষকসহ এলাকার মানুষকে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কোনো এক সময় সে শ্রেণিকক্ষে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তুষার বেশ কিছুদিন যাবৎ এলোমেলো ঘোরাফেরা করতো এবং সে হতাশাগ্রস্ত ছিল। ছেলের মৃত্যুতে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয়রা জানান, তুষারকে সাম্প্রতিক সময়ে কিছুটা হতাশাগ্রস্ত দেখাচ্ছিল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, নিহতের পরিবারের কারো ওপর কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।