Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের অনুশোচনা নেই, নিউইয়র্কের ঘটনা তার প্রমাণ: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

প্রসঙ্গত, সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

বিজ্ঞাপন

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলৃমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে ছিলেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এনসিপির দাবি, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর