Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের অধিবেশনে সংস্থাটির কড়া সমালোচনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাতিসংঘ বিবৃতি দিলেও কাজের ক্ষেত্রে তার কোনো প্রতিফলন দেখা যায় না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনের প্রথম দিনেই বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ট্রাম্প জানান, বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করার দায়িত্ব জাতিসংঘের হলেও এই কাজটি তাকেই করতে হচ্ছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছি। এই কাজের জন্য নোবেল পুরস্কার প্রাপ্য। তবে তিনি আরও বলেন, ‘নোবেলের চেয়েও বড় পুরস্কার হলো লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পারা।’

বিজ্ঞাপন

এই সব গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও জাতিসংঘ থেকে ‘খারাপ চলন্ত সিঁড়ি আর টেলিপ্রম্পটার’ পাওয়ার অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, ‘এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্যও করেনি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের উদ্দেশ্যটা কী? বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদের অপার সম্ভাবনা আছে। কিন্তু তারা সেই সম্ভাবনার ধারেকাছেও যেতে পারছে না। তারা বেশিরভাগ সময় কড়া ভাষায় বিবৃতি দেয়, কিন্তু সেই বিবৃতি অনুযায়ী কাজ করে না।’

সারাবাংলা/এইচআই

৮০তম অধিবেশন জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর