Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২

নীলফামারী: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলার ডালিয়ার সাবা হোটেল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এর আগে সন্ধ্যায় নীলফামারী জেলা শহরেও এনসিপি নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ-বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কের ঘটনা একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদদ দিচ্ছে।”

বিজ্ঞাপন

ডিমলা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, সদস্য জব্বার খানসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এসএস

এনসিপি ওপর নিউইয়র্ক নীলফামারী নেতা প্রতিবাদে বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর