Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় এনসিপি’র বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৯

কুমিল্লা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন-তাসনিম জারাসহ কয়েকজন রাজনীতিবিদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে দলটির মহানগর নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা। পাশাপাশি তারা ইন্টেরিম সরকারের গাফিলতির জবাবদিহি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদ ও মাসুমুল বারী, সদস্য জাফরিন হক অনন্যা, এস বি জুয়েল, জেলা কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম, শ্রমিক উইংসের আহবায়ক ফজলে এলাহী রুবেল, বাগছাসের কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন রুবেলসহ উপজেলা ও জেলা নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আখতার হোসেন এনসিপি কুমিল্লা প্রতিবাদ বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর