Tuesday 23 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৩

আহত বন্য হাতি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপরীতে মিয়ানমারের সীমান্তের ভেতরে ফের স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতি আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত আহত হাতিটি সীমান্ত এলাকার জিরো লাইনে অবস্থান করছিল বলে জানা যায়। এর আগে সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ ও ৪৫ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের সামান্য ভেতরের অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকার ভেতরে একটি বিশাল আওয়াজের বিস্ফোরণে শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন

তারা আরও জানান, মাইনটি মিয়ানমার অংশে বিস্ফোরণ হয় সে কারণে বাংলাদেশ অংশের লোকজন তাতে আগ্রহী হয়নি। কিন্তু বিকেলের দিকে হাতিটি যখন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে নাইক্ষ‍্যংছড়ির সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে অবস্থান নেয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক জানান, তিনি বিষয়টি অবহিত হওয়ার পর খোঁজ-খবর নিয়েছেন। এ দলে দু’টি হাতি রয়েছে। একটি মা হাতি অপরটি বাচ্চা হাতি।

উল্লেখ্য, গত ১১ আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমার সীমান্তের অল্প ভেতরে রাখাইন বিদ্রোহীদের বসানো স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে আরও একটি বড় আকৃতির বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গিয়েছিল।

সারাবাংলা/এইচআই

নাইক্ষ্যংছড়ি সীমান্ত বন্য হাতি মাইন বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর