ঢাকা: দেশের শিশুদের প্রতিভা বিকাশ ও স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড ২০২৫’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে জমকালো এ আয়োজন করেছে বিডি চাইল্ড ট্যালেন্ট। অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার ছিল সারাবাংলা.নেট।

অনলাইন মিডিয়া পার্টনার ছিল সারাবাংলা.নেট।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান শিশুদের পাশাপাশি সেলিব্রিটি শিশু শিল্পীরাও এতে অংশ নেয়। ১ থেকে ১৮ বছর বয়সী শিশুদের মধ্যে কনটেন্ট ক্রিয়েশন, তথ্যপ্রযুক্তি দক্ষতা, শিশু সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনসহ নানা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
সংগঠনের পরিচালক মাসুদ রানা জানান, ‘আমাদের এই সংগঠনটি ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এই পুরস্কার দিয়ে আসছে। এ বছরও শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিশুদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সম্মাননা দিয়েছি। এই আয়োজন শিশুদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা রাখছি।’

অনুষ্ঠানে প্রতিভাবান শিশুদের পাশাপাশি সেলিব্রিটি শিশু শিল্পীরাও অংশ নেয়। ছবি: সারাবাংলা
সাধারণ সম্পাদক বিপ্রজিত চন্দ্র বাপ্পা বলেন, ‘প্রথমে কেবল দুস্থ শিশুদের জন্য এই আয়োজন করতাম। এখন আয়োজনের পরিসর বড় করেছি। বর্তমানে মেধাবী ও বিভিন্ন অঙ্গনে দেশে-বিদেশে স্বীকৃত শিশু প্রতিভাদেরও পুরস্কারের আওতায় আনা হয়েছে।’
অনুষ্ঠানে সাংবাদিক, শিশু অধিকার কর্মী এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।