Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১

গ্রেফতার হাজেরা খাতুন নার্গিস।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এমএইচ/ইআ

আ.লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিস

বিজ্ঞাপন

আগারগাঁওয়ে মারধরে চা দোকনী নিহত
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর