Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগারগাঁওয়ে মারধরে চা দোকানী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আগারগাঁও তালতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তালতলা জনতা হাউজিং এর গেটের সামনে এই মারামারির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

নিহত বাবলুর বেয়াই আব্দুর রউফ জানান, বাবলুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে তালতলা জনতা হাউজিংয়ে থাকতেন। জনতা হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা সিগারেট বিক্রি করতেন।

বিজ্ঞাপন

রউফ জানান, পাশেই রুহুল আমিন নামে এক ব্যক্তির একটি টং দোকানে চা বিক্রি করতেন বাবলুর মা। তবে কিছুদিন আগে সেই দোকানটি দখল হয়ে যায়। পরবর্তীতে গতরাতে সেই দোকানকে কেন্দ্র করে বাবলু এবং দোকান মালিক রুহুল আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করে। এছাড়া তার ছোট দুই ভাই বুলবুল, মকিদুল ও বেয়াই মাহতাবকেও মারধর করে আহত করা হয়।

আহত অবস্থায় তাদেরকে প্রথমে আগারগাঁও নিওরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বাবলুকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শেরেবাংলা নগর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

চা দোকনী

বিজ্ঞাপন

বাংলাদেশ বিমানে চাকরির সুযোগ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২২

আরো

সম্পর্কিত খবর