Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১

ঢাকা: ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ ডিসেম্বর। বুধবার (২৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী এ তারিখ নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।

ইতোমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছয় হাজার ৫৫৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা চলছে।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন প্রার্থীকে ক্যাডারে এবং এক হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ৪৫তম বিসিএসে তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নেন।

এই বিসিএস থেকে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন হিসেবে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

বিসিএসের চূড়ান্ত ফলাফল সরকারি কর্ম কমিশন

বিজ্ঞাপন

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ওয়ালটন
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর