Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে মনে করেন ৩৯% ভোটার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫

-ছবি : সারাবাংলা

ঢাকা: আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে মনে করেন দেশের ৩৯ দশমিক ১ শতাংশ ভোটার। আর জামায়াত সরকার গঠন করবে এমনটি মনে করেন ২৮ দশমিক ১ শতাংশ ভোটার। দেশের ৮ বিভাগের মধ্যে ৬টি বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত এগিয়ে আছে রংপুরে, আর আওয়ামী লীগ বরিশালে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস মিলনায়তনে প্রকাশিত ‘নির্বাচনী জনপ্রিয়তায় কোন দল এগিয়ে’ শীর্ষক জরিপের ফলাফলে এ তথ্য বলা হয়। ইনোভিশন কনসাল্টিং নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান এ জরিপ করেছে। এতে সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাসের ২ তারিখ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডের ১০ হাজার ৪১৩ জন ভোটার এতে অংশ নেন। এর মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহরের; আর সবাই ভোট দেওয়ার যোগ্য। আটটি বিভাগ, ৬৪টি জেলা ও ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৫ হাজার ৬৭৩ জন ভোটার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন- সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা জরিপে প্রকাশ করা হয়েছে।

– ছবি : সারাবাংলা

জরিপের ফলাফল অনুযায়ী, মার্চের (২৯.৪ শতাংশ) তুলনায় এখন সিদ্ধান্তহীন ভোটারের হার কিছুটা বেশি (৩২.৬ শতাংশ)।

ভোটাররা কাকে ভোট দেবেন এমন পরিসংখ্যানে দেখা গেছে, গত মার্চের তুলনায় বিএনপির ভোট কমেছে। ৪১ দশমিক ৭ শতাংশ থেকে কম ৪১ দশমিক ৩০ শতাংশে নেমে এসেছে।

ভোট কমেছে জামায়েতে ইসলামীরও। গত মার্চের ৩১ দশমিক ৬ শতাংশ ভোট থেকে জামাতের ভোট কমে হয়েছে ৩০ দশমিক ৩ শতাংশ। আওয়ামী লীগের ভোট বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

গত মার্চে আওয়ামী লীগ ১৪ শতাংশ ভোট পাওয়ার কথা থাকলেও এখন ভোট পাবে ১৮ দশমিক ৮ শতাংশ।

এনসিপির সমর্থনও কমেছে। গত মার্চে এনসিপিকে ৫ দশমিক ১ শতাংশ ভোট দেওয়ার কথা বললেও বর্তমানে তা কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।

তবে ইসলামী আন্দোলনের সমর্থন বেড়েছে, দলটির প্রতি ৩ দশমিক ৯ শতাংশ মানুষ ভোট দেওয়ার কথা বলেছে।

জাতীয় পার্টির সমর্থনও কমেছে, আগের ১ শতাংশ থেকে কমে দশমিক ৯ শতাংশ হয়েছে।

জরিপে বলা হয়, পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির শেয়ার দশমিক ৪০ পয়েন্ট কমেছে, জামায়াতের ১.৩ পয়েন্ট কমেছে; আওয়ামী লীগের বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ।

জরিপে বলা হয়, বিএনপির ভোটব্যাংক মূলত বয়স্ক প্রজন্মের ভোটারদের নিয়ে গঠিত, জামায়াতের ভোটব্যাংক তরুণ প্রজন্মের ভোটারদের নিয়ে গঠিত ও আওয়ামী লীগের ক্ষেত্রে মিশ্র চিত্র দেখা যায়।

জরিপে দেখা যায়, বিএনপি ৬ বিভাগে এগিয়ে আছে, জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে।

রংপুরে জামায়েতে ইসলামীর ভোট ৪৩ দশমিক ৪ শতাংশ, বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ ও আওয়ামী লীগ ১ দশমিক ২ শতাংশ।

বরিশাল বিভাগে আওয়ামী লীগের ভোট ৩১ দশমিক ৯ শতাংশ, জামায়েতে ইসলামীর ২৯ দশমিক ২৯ দশমিক ৯ শতাংশ, বিএনপি ২৮ দশমিক ৭ শতাংশ ও এনসিপি ৩ দশমিক ৯ শতাংশ।

অন্য ৬ বিভাগের মধ্যে বিএনপি এগিয়ে রয়েছে। চট্রগ্রামে ৪৯.৯, সিলেট ৪৪.৭, ময়মনসিংহ ৪৫.৭, রাজশাহী ৪৪.৪, খুলনা ৪৩.৩ ও ঢাকায় বিএনপি ৪০.৮ শতাংশ ভোট পাবে বিএনপি।

জরিপের তথ্য উপস্থাপনকালে ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার বলেন, প্রায় সব দলের সমর্থন কমেছে। তবে সমর্থন বেড়েছে ইসলামী আন্দোলনের।

তিনি আরও বলেন,বিএনপির ক্ষেত্রে বয়স জতো বাড়ে ভোটার ততো বাড়ে। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই। জামায়েতের ক্ষেত্রে বয়স যতো বাড়ে ভোট ততো কমে। এনসিপির ক্ষেত্রেও একই। শিক্ষার হার যতো কম বিএনপির ভোটার ততো বেশি। আর জামায়েতের ক্ষেত্রে শিক্ষার হার যতো বেশি ভোটার ততো বেশি।

অনুষ্ঠানে জরিপের ফলাফ উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ইনোভিশন কনসাল্টিং-এর জরিপ

বিজ্ঞাপন

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ওয়ালটন
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর