Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ গত ২৩ সেপ্টেম্বর মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে ছাপা সেই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

বিএনপি বলেছে, ‘মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কল্পনাপ্রসূত এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি এবং এই ধরনের বানোয়াট সংবাদ সম্পর্কে দেশের জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর