Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমেকে ১০১ টাকার ওষুধ ১২৯৯ টাকায় বিক্রি, প্রতিবাদে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাবেচায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবি উঠেছে। এ দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কুমিল্লার ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অংকের অনিয়ম হয়েছে। বিশেষ করে ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ৪ হাজার ভায়েল ক্রয় করা হয়েছে এক হাজার ২৯৯ টাকা দরে, যেখানে খুচরা বাজারে এর মূল্য মাত্র ১০১ টাকা। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকা। অথচ সরকারি নীতিমালায় এমআরপি দরের বাইরে ওষুধ কেনার সুযোগ নেই।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বরং, প্রতিবারই নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানীসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।

এ বিষয়ে অভিযোগের মুখে হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক।’

সারাবাংলা/এনজে

কুমিল্লা মেডিকেল কলেজ দুর্নীতি

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর