ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ- কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজড করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আত্মগোপনে চলে যান তিনি। এরপর সেখান থেকে নানাভাবে ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে আসছিলেন। অর্থ সহায়তা থেকে শুরু করে নাশকতার পরিকল্পনা সবকিছু করছিলেন।