ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় ময়মনসিংহের দুদকের চার সদস্যের একটি দল।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারকে পাওয়া যায়নি। তিনি দাফতরিক কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়।
এ সময় অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন নথি সংগ্রহ ও যাচাই-বাছাই এবং পরে নথিপত্র নিয়ে সরেজমিনে অনুসন্ধানে যান তদন্ত দল।
এ ঘটনায় তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।
জানা গেছে, ওই প্রকল্পে ময়মনসিংহ সদরের ভাবখালি ইউনিয়নে এক ব্যক্তির নামে একাধিক, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও আবেদন না করেও অনেক প্রতিষ্ঠানের নাম রয়েছে বরাদ্দের তালিকায়। পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখিয়েও বরাদ্দ নেওয়া হয়েছে।