Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৪ সেপ্টেম্বর) মূল্যসূচকের মাঝারি ধরনের উত্থান হয়েছে। সার্বিক সূচকের দরবৃদ্ধির দিনে আগের দিনের তুলনায় লেনদেনেও বড় অগ্রগতি হয়েছে।

বাজার চিত্রে দেখা যায়, গত কয়েকদিন ধরে দেশের উভয় পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমে গিয়েছিল। বুধবার বাজারের মোড় কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে। লেনদেনের পুরো সময় জুড়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সারাদিনই সূচক ও লেনদেনে অগ্রগতি দেখা যায়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০ পয়েন্ট।

বিজ্ঞাপন

বুধবার ডিএসই-তে ৫৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৭ কোটি ৬০ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৪১ লাখ টাকা বা ২৩ শতাংশ।

আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৯টি বা ৭২.৮০ শতাংশের। আর দর কমেছে ৬০টির বা ১৫.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮টির বা ১২.০৯ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বুধবার ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ১১টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০২৭ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর