ময়মনসিংহ: ময়মনসিংহ কোতোয়ালি বিএনপির নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, কোতোয়ালি বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহমেদ শাহীন, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল।