Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৫ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৬

পরামর্শমূলক কর্মশালা।

সাতক্ষীরা: সাতক্ষীরায় টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে ইপিআই এর ব্যবস্থাপনায় নয় মাস থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণী) পর্যন্ত শিশুদের বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় পাঁচ লক্ষ সাত হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইজুল হক।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদফতরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম। সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২১ সালে প্রায় চার লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

কর্মশালা টাইফয়েড টিকা প্রদান

বিজ্ঞাপন

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১

আরো

সম্পর্কিত খবর